নাটোরে ছাদে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

নাটোরে ছাদে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

নাটোর নিউজ:
নাটোরে ছাদে রাজমিস্ত্রি কাজ করার সময় বাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্ট তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুকুল হোসেন নামে এক রাজ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মুকুল সদর উপজেলার বনবেল ঘড়িয়া আদর্শ গ্রামের আব্দুল আজিজ এর ছেলে।

স্থানীয়রা জানায়, নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া আদর্শ গ্রামে  গত ২৪ নভেম্বর জাহাঙ্গীর আলমের বাড়ির ছাদের উপর কাজ করছিলেন রাজমিস্ত্রি মুকুল। এ সময় বাড়ির ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া হাই ভোল্টেজের তার মুকুলকে টেনে উপরে নিয়ে ফেলে দেয়।  এই দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরন করে। আজ চিকিৎসা ব্যবস্থায় পাঁচদিন পর তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।