নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের ০৩ সদস্য আটক
নাটোর নিউজ :
নাটোরের লালপুর হতে সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্রের ০৩ সদস্যকে আটক করেছে র্যাব। আজ সকালে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র্যাব-৫।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে উপজেলার মহারাজপুর গ্রামের পাকার মোড় এলাকায় অভিযান চালিয়ে মেহেদী, রবিউল ও আরিফুল নামে তিন ইমো হ্যাকারকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ইমো হ্যাকিং কাজে ব্যবহৃত উপকরণ জব্দ করা হয়। আটককৃতরা মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকি করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে তারা।
আটককৃতদের মধ্যে মেহেদী হাসান লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের শাহাবুল ইসলামের ছেলে, রবিউল ইসলাম একই এলাকার ইয়াছিন আলীর ছেলে এবং আরিফুল ইসলাম একই উপজেলার নাকশষা গ্রামের সাজদার রহমানের ছেলে। এ ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলার করার প্রক্রিয়া চলছে।