Homeজেলাজুড়েনাটোরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

নাটোরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

নাটোর নিউজ: নাটোরে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২২ মে) সকালে উদ্বোধন শেষে আলোচনা সভা এবং জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। নাটোরে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন আয়োজিত ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছাঃ রণী খাতুন, আরডিসি শওকত মেহেদী সেতু প্রমূখ ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ঘরে বসে সেবা নিতে সরকার সবকিছু অনলাইন করে দিয়েছে। কিন্তু এখনো অনেকে অনলাইন সেবা নিতে অন্যের দারস্থ হচ্ছেন। আর সে সুযোগে একটি চক্র সেবা গৃহীতাদের ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ থেকে পরিত্রানের জন্য সবাইকে ই-সেবা গ্রহণ স¤পর্কে ভালোভাবে জানতে হবে।

আলোচনা অনুষ্ঠান শেষে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
জেলার গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবু রাসেলসহ শ্রেষ্ঠ ৬ জন কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক এবং সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে নাটোর শহরের প্রধান সড়ক প্রশস্থ করনের জন্য ভূমি অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্থ ৮ জন ভূমি মালিকের মাঝে ৭৯ লাখ ২৮ হাজার ৬৭২ টাকার চেক হস্তান্তর করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments