নাটোর নিউজ : ইন্টারনেট নির্ভর দুনিয়ায় শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ও বিচারিক ব্যবস্থাকে যদি আমরা নিরাপদ করতে চাই তবে ব্লকচেইন টেকনোলজি ব্যবহারের কোনো বিকল্প নেই।
শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আর্থিক ও প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করার জন্য ব্লকচেইনই হবে সবচেয়ে নির্ভরযোগ্য প্রযুক্তি।
যে প্রযুক্তি বিশ্বের সকল কার্যক্রমকে আমূল পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে সেই প্রযুক্তি সম্পর্কে যদি আমাদের তরুণ প্রজন্ম নিজেদের দক্ষ করে গড়ে তুলতে না পারে তবে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের যে পরিবর্তন সেখানে পিছিয়ে যাবে।
কিন্তু, আমরা পিছিয়ে পরতে চাই না। আমরা চাই আত্ননির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে।
আইসিটি বিভাগ ও বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডের উদ্যোগে “ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২১” প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কারের অর্থ বিতরণী অনুষ্ঠানে।