Homeজেলাজুড়েনাটোর জেলা ট্রাক,র্ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যক্রমে স্থিতি অবস্থা...

নাটোর জেলা ট্রাক,র্ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যক্রমে স্থিতি অবস্থা জারি

নাটোর নিউজ: নাটোর জেলা ট্রাক,র্ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যক্রমে স্থিতিঅবস্থা জারি করেছে নাটোর সদর সিনিয়র সহকারী জজের আদালত । বুধবার বিকেলে নাটোর সদর সিনিয়র সহকারী জজ মোঃ দেলোয়ার হোসেন এ আদেশ দেন । এর আগে ইউনিয়নের একাংশের সংগঠনবিরোধী কার্যকলাপ এবং অবৈধভাবে ১৬ এপ্রিল মূলতবী সভা আহবানের বিষয়ে সংগঠনটির বর্তমান সভাপতি মোস্তারুল ইসলাম আলম পিটিশন করেন। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

আদালত বিবাদী জামাল হোসেন দিংকে কেন অস্থায়ী নিষেধজ্ঞা আদেশ প্রদান করা হবেনা ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বাদী ওবিবাদীকে তপশীল শ্রমিক ইউনিয়নে মোকাদ্দমা দায়ের পূর্বে যে যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখার জন্য উভয়পক্ষকে স্থিতি অবস্থা বজায় নির্দেশ দেন ।

উল্লেখ্য, সম্প্রতি টাকা আত্মÍসাৎসহ নানা অনিয়মের অভিযোগ এনে ট্রাক-ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউয়িনের নাটোর জেলা অফিসে তালা ঝুলিয়ে দেয় শ্রমিকদের একাংশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments