~আত্মহত্যা~
জাহিদ জগৎ
এরপর জীবন আরাধ্য
একটি আত্মহত্যার মোহে, পৃথিবীর পরতে
জেগে ওঠে ঘৃণা
মোলায়েম হাত রাখে কাধে।
আমি সে হাত ফিরিয়ে দিতে পারি না।
ফিরিয়ে দিতে পারি নাই ঐ দুটি চোখ
ভূমিতে যে সদ্য ফুটেছে আমের মুকুল
তবু ঝরে গেছে বিপন্ন কাধ
চওড়ায় যে পিতার সমান, প্রস্থে আরশে আজিম।
কুড়াতে কুড়াতে ফুরায়ে ফেলেছি
সেইসব বকুলের বন
আজও যারা জেগে আছে ভোরে
দুধ সাদা কাফনের মতন
আজও তারা কেদে ওঠে মর্গের শোকে
পচে যাবার পরও যারা বুক পেতে থাকে
পচে যাওয়া সুখ পাখি খুটে খায় ফুল
নদী বিহীন নগরে সব মাছই ভুল
ভুলেরা জেনে গেছে সকল সত্য মরা
ভুলেরা জেগে আছে সকল পরান পাড়া
এরপর আরাধ্য জীবন
সেইসব উচ্চতার ভেতর, পৃথিবীর দীর্ঘশ্বাস
হাসফাস করে প্রেম
মোলায়েম হাত রাখে কাধে
আমি সে হাত ফিরিয়ে দিতে পারি না।