নাটোের নিউজ: নাটোরে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন ফোকাল পয়েন্ট অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারওয়ার, সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন, ইউনিয়ন চেয়ারম্যান ওমর আলী প্রধান সহ জেলার গণমাধ্যম কর্মীরা।
জেলার ৫২টি ইউনিয়ন এবং আটটি পৌরসভায় ২৯জন টিসিবি’র ডিলারের মাধ্যমে ৬০টি কেন্দ্রে মোট ৯১ হাজার ২০০ পরিবারের মাঝে এই পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। এই কার্যক্রমে প্রত্যেক পরিবার রোজার আগে ও পরে দু’দফায় ৫৫ টাকা কেজি দরে দুই কেজি করে চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি করে মসুরের ডাল, ১১০ টাকা লিটার দরে দুই লিটার করে সয়াবিন তেল পাবেন এবং রোজার মধ্যে ৫০ টাকা কেজি দরে দুই কেজি করে ছোলা পাবেন।