Homeসাহিত্যঅন্ধকার দেবব্রত সুবীর

অন্ধকার দেবব্রত সুবীর

অন্ধকার
দেবব্রত সুবীর

ব্যর্থতা আর নিষঙ্গতা দুই সহোদর
ভীষণ আঁকড়ে ধরেছে আমাকে।
ভয়ংকর কিছুর পূর্বাভাস দিচ্ছে,
খুব গভীর অন্ধকার আমাকে ডাকছে।
বহুবার অন্ধকারের কিনারায় দাঁড়িয়ে দেখেছি,
কিছু দেখা যায় না আসলে ।
অন্ধকারের কালো হাত প্রচণ্ড শক্তি নিয়ে টানছে,
আমি বার বার পরাস্ত হচ্ছি।
প্রচন্ড শক্তি সঞ্চয় করছি ভেতরে ভেতরে,
সাহসী সৈনিকের মতো গুছিয়ে নিচ্ছি অস্ত্র।
আমার মায়ের মুখ, পিতার অবোয়ব,
উচ্ছ্বল পূর্ব পুরুষের যাত্রার ধ্বণি,
বারংবার আমাকে শক্তি যোগায়,
টেনে হিচড়ে নিয়ে যায় আলোর কিনারে।
কানে কানে বলে ওপথে যাসনে
কাঁটা আর না ফেরার গল্প মিথ হয়ে কি লাভ ?
লোভের পৃথিবীতে আমি আপন হলাম না করো
না কারো প্রেমিক
না করো বন্ধু
না করো ভাই
না করো স্বামী
না কারো পিতা

আমার পথ ভীষন রকমের অচেনা,
জীবনের পথে পথে বঞ্চনার প্রখর ইতিহাস।
ভালোবাসার গোপন অভিসারে
প্রিয়তমার উষ্ণ কন্ঠে ঝড়ে পড়েছে
উৎকণ্ঠা আর অবিশ্বাসের আবেগ।
চেনা পথ অচেনাই রয়ে গেল,
অনিশ্চিত যাত্রায় পৃথিবীর সব সম্পর্ক
আমাকে ধিক্কার দিয়েছে,
এই বলে যে তুমি তাদের মতো হলে না কেন।

অন্ধকার পৃথীবিতে আমার কোন ঘর নেই,
দাঁড়াবার নেই কোন গন্তব্য।
সময়ের স্রোতে এক্সেপেরিমেন্টাল গিনিপিগ এর
চরিত্রে আর কতো অভিনয়।
ভয়হীন জীবনের জয়গান গাইতে পারলাম না।
তোমাদের এই তথাকথিত ময়াময় সংসার
আমায় টানেনি, তোমাদের ভালোবাসর স্বার্থ,

তোমাদের শীশ্ন হীন অহংকার,
গোপনে বেড়ে ওঠা ভয়াল অস্ত্র,
বরং বহু দুরে ঠেলে দিয়েছে জীবনের মানে।
এসবের মধ্য দিয়ে আমার অনশ্চিত যাত্রা।

আমি আর তোমাদের চেতনার বলি হব না,
ভয়ঙ্কর ঝড়ের মাঝে নিরব কান্নার অশ্র বয়ে যায়।

অন্ধকারের মায়াহীন পৃথিবী তার সমস্ত শক্তি দিয়ে,
টেনে ধরেছে আমাকে ।
আমি পরাজিত হয়ে যাচ্ছি,
আমি পরাজিত হয়ে যাচ্ছি।

আর যেমন আগুন আমার পেশিকে নষ্ট করেছে,
তোমাদের প্রলয়ংঙ্করী লালসার পৃথিবী,
আমাকে করেছে ক্ষত বিক্ষত রক্তাক্ত।

অন্ধকারের বিজয় সুনিশ্চিত……..

অন্ধকার

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments