নাটোর নিউজ: “হাতির পাঁচ পা দেখেছো”অসম্ভব কিছু বোঝাতে কোথাটি প্রচলিত থাকলেও এবার বাস্তবে দেখা মিললো। তবে তা হাতির নয় পাঁচ পা-ওয়ালা এক গরু। এরইমধ্যে গরুটি দেখতে ভিড় করছে উৎসুক জনতা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গরুটির পঞ্চম পা টি পেটের সাথে ঝুলছে। দ্বিতীয় লেজও খুব ছোট আকারের। গুরুটির দেখা মিলবে সদর উপজেলার ডালসড়ক এলাকার একটি গরুর খামারে। খামার মালিক কেতাব আলী গরুটি আড়াই লাখ টাকায় কিনে আসেন। এমন আশ্চর্য গরু দেখতে সেখানে ভিড় করছেন উৎসুক জনতা।
গরুটি দেখতে আসা অনেকেই জানান, তারা পাঁচ পাওয়ালা গরুর কথা শুনেছেন কিন্তু বাস্তবে দেখা হয়নি। সে কারনে ৫ পায়ের গরুর কথা জানতে পেরেই তারা গরুটি দেখতে এসেছেন।
খামার মালিক কেতাব আলী জানান, দীর্ঘ দিনের ইচ্ছে ব্যাতিক্রমি গরু খামারে পালন পালনের। সেই ইচ্ছে থেকেই তিনি সাতক্ষীরার ভারতীয় সিমান্তে এই গরুর সন্ধান পান।পরে আড়াই লাখ টাকায় গরুটি কিনে আনেন।