নাটোর নিউজ: “টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত জেন্ডার সমতা” – শ্লোগানে নানা আয়োজনে নাটোরে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।
উপলক্ষে সকালে নাটোর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে সচেতন নাগরিক কমিটি নাটোর। মানববন্ধনে বক্তারা সামাজিক ক্ষেত্রে এর পাশাপাশি কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের সক্রিয়তা তুলে ধরেন। বর্তমানে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে তা পূর্বের যেকোনো সময়ের তুলনায় দৃষ্টান্ত।
এ সময় বক্তারা আরো বলেন সরকারের সকল প্রকার সহায়তা সত্ত্বেও আজও নারী নির্যাতন বন্ধ হয়নি। নারী নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ বৃদ্ধির জন্য আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তারা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি পরিতোষ অধিকারী, স্বজন সদস্য খগেন্দ্র নাথ রায়, নারী নেত্রী হাফিজা খানম, শামীমা বিথি সহ আরো অনেকে। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে।