নাটোর নিউজ: নাটোরে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতির দ্বিতীয় দিন চলছে। জনপ্রশাসন মন্ত্রনালয় হতে প্রস্তাবিত পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরনের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর কালেক্টরেট ভবনের সামনে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ব্যানারে এই কর্মবিরতি পালন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), নাটোর জেলা শাখা’র সভাপতি আসাদ আলী এবং সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামসহ কর্মচারীবৃন্দ। সমিতির নেতৃবৃন্দ জানান,জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ের মাঠ পর্যায়ের কর্মচারীরা এই পূর্নদিবস কর্মবিরতি পালন করছেন।
তাদের দাবী মাননীয় প্রধান মন্ত্রী কতৃক ২৪-০১-২০২১ তারিখের অনুমোদন এবং জনপ্রশাসন মন্ত্রনালয় হতে প্রস্তাবিত পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করা হোক।
উল্লেখ্য দাবী আদায়ের লক্ষ্যে আজ থেকে শুরু হওয়া কর্মবিরতি আগামী ২৪ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ও ছুটির দিন ব্যাতিত প্রতিদিন সকাল ৯ টায় হাজিরা খাতায় সাক্ষর করে এই কর্মবিরতি পালন করা হবে।