Homeজেলাজুড়েবড়াইগ্রামে বেসরকারী সংস্থা কারিতাসের সুবর্ণজয়ন্তী উদযাপন

বড়াইগ্রামে বেসরকারী সংস্থা কারিতাসের সুবর্ণজয়ন্তী উদযাপন

নাটোর নিউজ বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস এর সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। ‘ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা’ প্রতিপাদ্যে সোমবার বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ মাঠে বর্ণাঢ্য র‌্যালি, বিজ্ঞান মেলা, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, সম্মাননা পত্র ও পুরষ্কার বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়।

কারিতাসের রাজশাহী আঞ্চলিক পরিচালক মি. সুক্লেশ জর্জ কস্তার সভাপতিত্বে সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সম্পাদক ফাদার দিলীপ এস কস্তা, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান মৃধা, সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. ফাদার ডমিনিক গমেজ, সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গমেজ ও প্রভাষক একরাম খান।

এর আগে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments