নাটোর নিউজ: নাটোরের ছাতনীতে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ফরিদপুর আমহাটি এলাকায় দরিদ্র জেলে শফি মন্ডলের লীজকৃত সরকারী পুকুরে এ ঘটনা ঘটে।বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৩ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
জেলে শফি মন্ডল জানান, আমি দুই বছর আগে সদর উপজেলা পরিষদ থেকে ৭৪ শতক সরকারী পুকুর লীজ নিয়ে মাছের চাষ করে আসছি । হঠাৎ করে একই এলাকার মৃত এলাহী বক্সের ছেলে রেজাউল পাটোয়ারী ও খোকন পাটোয়ারী পুকুরটি নিজেদের বলে দাবী করে এবং দখল ছেড়ে দিতে বলে ।আমি অস্বীকৃতি জানালে তারা আমাকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে কে বা কাহারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে আমার প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।
শফি মন্ডলের স্ত্রী তহমিনা বেগম জানান, গ্রামীন ব্যাংক ও জাগরনী নামে দুটি এনজিও থেকে ঋণ নিয়ে পুকুরে মাছ ছেড়ে ছিলাম। প্রতি সপ্তাহে ১০ হাজার টাকা কিস্তি।এখন আমরা কিভাবে শোধ করবো তা ভেবে চোখে অন্ধকার দেখছি।রেজাউল ও ফারুক ছাড়া আমাদের কারো সাথে বিবাদ নেই।তারাই এ ঘটনা ঘটাতে পারে ।
এ ব্যাপারে রেজাউল পাটোয়ারী ও খোকন পাটোয়ারীর সাথে মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তারা রিসিভ করেননি । এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মনসুর রহমান জানান, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।