নাটোর নিউজ বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা ও সরকারি আইন অমান্য করে ফসলি জমিতে পুকুর খনন বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা প্রশাসন। জেলার বিভিন্ন উপজেলায় কৃষি জমিতে পুকুর খননের মহাউৎসব চললেও বড়াইগ্রাম উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ মারিয়াম খাতুনের তৎপরতায় এবং সাহসী ভূমিকার কারণে ফসলি জমিতে পুকুর খনন সম্পূর্ন ভাবে বন্ধ রয়েছে।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ মারিয়াম খাতুন বলেন, কৃষিজমি সুরক্ষা ও ব্যবহার আইন ২০১৬ এর ৪ নম্বর ধারায় বলা আছে বাংলাদেশে যে সকল কৃষিজমি রয়েছে এ আইনের মাধ্যমে সুরক্ষা করতে হবে এবং কোনো ভাবেই তার ব্যবহার ভিত্তিক শ্রেণীর পরিবর্তন করা যাবে না। তাই অনুমোদনহীন ভাবে কৃষি জমিতে পুকুর খনন দণ্ডনীয় অপরাধ। আর এই অপরাধের সাথে জড়িত দোষী ব্যক্তিদের সর্বনিম্ন ৫০ হাজার টাকা জরিমানা ও জেল হতে পারে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ মারিয়াম খাতুন এর কাছে , এবিষয়ে জানতে চাইলে তিনি আরো জানান বড়াইগ্রাম ইউনিয়নে অবৈধভাবে পুকুর খননের অপরাধে রাকিব আল মামুন নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধ পুকুর খনন বন্ধে তাকে সতর্ক করা হয়েছে, এবং নগর ইউনিয়নে অনুমোদনহীন অবৈধ পুকুর সংস্কার করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি সেই সাথে আরো বলেন আমার এ অভিযান অব্যাহত থাকবে।কোন ভাবেই কৃষিজমির শ্রেনীর পরিবর্তন করতে দেওয়া হবে না।