নাটোর নিউজ সিংড়া: নাটোরের সিংড়ায় নৌকা থেকে দীঘির পানিতে পড়ে জুনাইদ হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারি সোমবার দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সিংড়া থানার ৩নং ইটালি ইউনিয়নের শালমাড়া গ্রামের জনৈক আঃ সালাম এর ছেলে জুনাইদ হোসেন (৬) সোয়া বারোটার দিকে শালমাড়া দিঘিতে নৌকা নিয়ে দিঘির মাঝখানে যায়।
এসময় জুনাইদ দিঘির মাঝখানে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে ডুবে গেলে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে দুপুর একটার দিকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।