নাটোর নিউজ: নাটোরে অব্যাহতভাবে ঘন কুয়াশা ও শীতে জুবুথুবু হয়ে পড়েছে মানুষ। কনকনে এ ঠান্ডায় শরীর গরম রাখতে জড়াচ্ছে একাধিক কাপড়। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সকাল গড়িয়ে দুপুরবেলা সূর্যের দেখা মিললেও রোদে নেই তাপ। আজ বুধবার অতিরিক্ত কুয়াশার কারণে রাস্তাঘাটে মানুষের চলাফেরা কম ছিল। ফলে রিক্সা, অটোরিক্সা ও ভ্যান চালকরা যাত্রী না পেয়ে হতাশা প্রকাশ করেছে।
তারা জানায়, তাদের গাড়ির সাপ্তাহিক কিস্তি দিতে হয়। সেজন্য সকালে বের হলেও ভাড়া না পাওয়ায় তারা দুঃশ্চিন্তায় পড়েছেন। অতিরিক্ত ঠান্ডায় সবারই কাজের গতি গেছে কমে। কিভাবে তাদের দিন চলবে তা ভেবে দিশেহারা তারা।
সন্ধ্যা থেকেই কুয়াশা পড়া শুরু হলেও মধ্য রাতে নামতে থাকে তাপমাত্রা। সে সাথে বাড়তে থাকে শীতের তীব্রতা। লাগাতার ঠান্ডার কারণে হাসপাতালে সর্দি, কাশি জ্বরসহ নানা শীতজণিত রোগে চিকিৎসা নিতে ভীড় জমাচ্ছে শিশু ও বৃদ্ধরা।