Homeজেলাজুড়েলালপুরে এক পায়ে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন মোস্তফা

লালপুরে এক পায়ে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন মোস্তফা

এক পায়ে খেজুর গাছে উঠেন নাটোরের লালপুরের মোস্তফা

নাটোর নিউজ:
৪২ বছর আগে ট্রেন দুর্ঘটনায় এক পা হারিয়েছেন ষাটোর্ধ মোস্তফা আলী। চলার সম্বল দুটি লাঠি। লাঠির উপর ভর করেই জীবন সংগ্রামের লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। সংসারের খরচ চালাতে চাষবাসের ফাঁকে শীতকালের খেজুর গুড় তৈরি করে বিক্রি করেন। খেজুর গাছেও উঠেন এক পা আর এক হাতে ভর করে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার রামকৃষপুর গ্রামে হাতের ওপর ভর করে গাছে উঠে খেজুর গাছের ছাল পরিষ্কার করে তাতে মাটির হাড়ি বেঁধে দিচ্ছেন।এ সময় আলাপকালে তিনি জানান, ট্রেন দুর্ঘটনায় পা হারানোর সংসার চালাতে অন্যের জমি বর্গা নিয়ে শুর“ করেন চাষবাস। করেছেন পুকুর খননের কাজও। সব কাজই করেন এক পায়ে। সংসারে সচ্ছলতা ফেরাতে শীত মৌসুমে বেছে নেন গুড় তৈরির পেশা। গাছে ওঠা থেকে মাথায় করে বাজারেও গুড় নিয়ে যান তিনি।

তার স্ত্রী রেখা জানান, বয়সের ভারে আগের মত কাজ করতে পারেন না মোস্তফা। তবুও বাঁচার তাগিদে লাফিয়ে লাফিয়ে গাছে উঠতে হয়। শেষ বয়সে স্বামী-স্ত্রী দুজনই অসুস্থ। হাত পাততেও পারেন না অন্যের কাছে। তবে চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন, কারো সাহায্য অনুদান পেলে তাদের শেষ বসয়ে চলাচলটা একটু হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments