ভালোবাসি তীব্র ট্রেনটাকে
রহমান হেনরী
ভালোবাসি তীব্র ট্রেনটাকে
গোধূলিতে, সূর্যাস্তের দিকে
ছুটে যায়—
আয়, হায়
আমার অন্তরে জাগে: ফিকে
পানসে তরমুজ-রং
এখন বরং
অন্ধকার-ঢল নামবে, রাত্রি হবে গাঢ়
হৃৎপিণ্ডের লাবডাবে আরও
জোরে-সোরে বেজে উঠবে ট্রেন, ঝমঝম—
এই যে, ট্রেনের জন্য গোপন ক্রন্দন…
ভাবো তো, রে মন!
সে কি কিছু কম?
ইস্পাতও প্রণয়সদন
ট্রেনের ভিতরে যদি ঘাপটি মেরে থাকে
সেই জন
বার বার, বহুবার, আজীবন
খুঁজে, আমি কোনওদিনও পাই নাই যাকে!
.
.