স্টাফ রিপোর্টার, নাটোর:
নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী উপজেলা প্রকৌশলীর হিসাবরক্ষক মোতালেব (৫৫) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার অফিস শেষ করে মটরসাইকেল যোগে বিকেলে নাটোরে বাসায় যাওয়ার পথে ঢাকা-রাজশাহী মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকায় পৌছালে পিছন থেকে ট্রাক চাপা দিয়ে চলে যায়।পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস এসে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে মোতালেব হোসেনের মৃত্যু হয়।
নিহত মোতালেব হোসেন বড়াইগ্রাম উপজেলা প্রকৌশলীর হিসাবরক্ষক। তিনি পাবনা জেলা সাথিয়া উপজেলার গুপিনাথপুর গ্রামের আলহাজ আঃ জব্বারের পুত্র। আহত ব্যাক্তি আনোয়ার হোসেন গুরদাসপুর উপজেলায় ইলেকট্রিসিয়ানে কাজ করেন।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক কেরামত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পলাতক ট্রাক আটক করার চেষ্টা চলছে।