Homeবিবিধ২৭ জানুয়ারী প্রিয়তমা সাহিত্য পরিষদ' এর ১ম বর্ষপূর্তি

২৭ জানুয়ারী প্রিয়তমা সাহিত্য পরিষদ’ এর ১ম বর্ষপূর্তি

প্রিয়তমা সাহিত্য পরিষদ’ এর ১ম বর্ষপূর্তি।

নাটোর নিউজ:
আজ ২৭শে জানুয়ারী প্রিয়তমা সাহিত্য পরিষদের ১ম বর্ষপূর্তি উপলক্ষে প্রিয়তমা সাহিত্য পরিষদ গ্রুপে বিশেষ ফেসবুক লাইভ প্রোগামের আয়োজন করা হয়েছে। উক্ত লাইভ প্রোগামে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট কবিদের নিয়ে উক্ত লাইভ প্রোগাম টি অনুষ্ঠিত হবে।

উক্ত প্রোগামে উপস্থিত থাকবেন

প্রফেসর ড. সন্দীপক মল্লিক

(বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব)

ইশতিয়াক আহমেদ

(বিশিষ্ট কবি ও প্রতিষ্ঠাতা-কবি ও কবিতার ভুবন)

আছিয়া হক তিথি

(বিশিষ্ট কবি ও গীতিকার এবং উপদেষ্টা,প্রিয়তমা সাহিত্য পরিষদ)

পত্রলেখা ঘোষ

(বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী ভারত)

মেহেদী হাসান

(বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী এবং প্রতিষ্ঠাতা-কবিতায় কথা বলি)

এস.এম.মঞ্জুর রহমান

{(বিশিষ্ট কবি,সঞ্চালক ও প্রতিষ্ঠাতা-বাংলাদেশ কবি-লেখক সাহিত্য পরিষদ (বাকসাপ) এবং সাধারণ সম্পাদক,কবি ও কবিতার ভুবন}

২য় পর্বে থাকবেন,,

শাহ্ আলম খসরু

(বিশিষ্ট কবি,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লালন গবেষক এবং উপদেষ্টা,প্রিয়তমা সাহিত্য পরিষদ)

সোমনাথ চক্রবর্ত্তী (সুমন)

(বিশিষ্ট কবি ও লোকসংগীত শিল্পী এবং যুগ্ম সাধারণ সম্পাদক,প্রিয়তমা সাহিত্য পরিষদ)

লবলতা শীল

(বিশিষ্ট কবি ও সংগীত শিল্পী ভারত)

মল্লিকা চ্যাটার্জী রায়

(বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী ভারত )

সুইটি দাস চৌধুরী

(বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী এবং সম্মানিত সদস্য,প্রিয়তমা সাহিত্য পরিষদ)

৩য় পর্বে থাকবেন,,

কাজী তৌহিদুল ইসলাম

(বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী এবং সাংগঠনিক সম্পাদক,প্রিয়তমা সাহিত্য পরিষদ)

সুজিত ঘোষ

(বিশিষ্ট কবি ও প্রচার সম্পাদক,প্রিয়তমা সাহিত্য পরিষদ)

প্রিয়াংকা নিয়োগী

(বিশিষ্ট কবিও বাচিক শিল্পী এবং সাহিত্য সম্পাদক,প্রিয়তমা সাহিত্য পরিষদ ভারত)

পুষ্পিতা রায়

(বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী এবং সহ-সাংগঠনিক সম্পাদক,প্রিয়তমা সাহিত্য পরিষদ)

নিবেদিতা বর্মন

(বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী এবং গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক,প্রিয়তমা সাহিত্য পরিষদ)

সঞ্চালনায় থাকছেন,,

৬.

মোছা: বিলকিস খানম

(বিশিষ্ট কবি ও সঞ্চালক এবং উপদেষ্টা,প্রিয়তমা সাহিত্য পরিষদ)

অনুষ্ঠান শুরুর সময় :

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০০ টা

এবং

ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০ টা


প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠান দেখার জন্য আহ্বান করেছেন প্রতিষ্ঠাতা ও সভাপতি রক্তিম তালুকদার। এবং প্রচার সম্পাদক সুজিত ঘোষ বলেন বর্তমান সমাজকে শুশিল সমাজে পরিনিত করার লক্ষ নিয়ে প্রিয়তমা সাহিত্য পরিষদ পরিবারের আজ থেকে এক বছর আগে প্রতিষ্ঠাতা ও সভাপতি রক্তিম তালুকদারের একক প্রচেষ্টায় এর পথচলা আজ আমাদের গ্রুপের সদস্য সংখ্যা নবীন প্রবীন নিয়ে প্রায় ২৫০০জন। আজকের এই বিশেষ ফেসবুক লাইভ প্রোগাম উপভোগ ও প্রাণবন্ত করার জন্য সকলে আমন্ত্রণ জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments