Homeসাহিত্যসময় বয়ে যায় - বেণুবর্ণা অধিকারী এর কবিতা

সময় বয়ে যায় – বেণুবর্ণা অধিকারী এর কবিতা

সময় বয়ে যায়
বেণুবর্ণা অধিকারী

সকাল থেকে মধ্যরাত্রি
চলে যেত বোঝার আগেই
ঘর ভরে গেছে
বছরান্তেই পিঠাপিঠি সন্তানে

ঋতুবদলের সাথে সাথে
কৃষিপন্যের বদল
ধান, আলু, সবজীতে
ভরে যেত আঙিনা
তখন বাবামাদের ফুরসতই মিলতো না
নিজের দিকে তাকাবার

দৈনন্দিন সংসার-সন্তানপালন
নানান কর্মযজ্ঞের মাঝেও
বাড়িঘর লেপা, মোছা
পিঠা-পার্বণের উৎসব
সামাজিকতা সামলাতেই দিন পার
সন্তান বড় হয়
ঢোকে নিজেদের সংসারে

যখন সময় মেলে
দেহে আর সৌন্দর্যের ছিটেফোটা থাকেনা
অযত্ন অবহেলায় বিগতযৌবন….
মেয়ে তোমাকে আমার তখন খুবই প্রয়োজন
তুমিতো আমারই প্রতিমূর্তিতে গড়া আমি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments