Homeগুরুত্বপূর্ণনাটোরে করোনা সংক্রমণ গতকালের চেয়ে দ্বিগুন

নাটোরে করোনা সংক্রমণ গতকালের চেয়ে দ্বিগুন

নটোর নিউজ: নাটোরে করোনা সংক্রমণ গতকালের চেয়ে দ্বিগুন। আজ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে এই ঊর্ধ্বমুখী সংক্রমণের তথ্য পাওয়া যায়। গতকাল ৫৪ জনের নমুনা পরীক্ষা করে মোট ১৯ জন করোনা শনাক্ত হন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫.১৮ শতাংশ। গতকাল এই হার ছিল ২৪.৩৮ শতাংশ।

এ পর্যন্ত নাটোরে মোট ৩৩০৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৫৫৫ জন শনাক্ত হয়। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ১৭৫ জন। নাটোর আধুনিক সদর হাসপাতাল আইসোলেশন ওয়ার্ডে রেড জোনে ১১ জন, ইয়েলোজোনে ৪ জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে একজন রয়েছে ৬ বছরের শিশু।

জেলা প্রশাসক শামীম আহম্মেদ জানান, এখনই জনগণ সচেতন না হলে, সংক্রমণের এই ঊর্ধ্বমুখী হার কোন ভাবেই ঠেকানো যাবে না। তিনি আরো জানান মানুষকে স্বাস্থ্যবিধি মানতে এবং মাস্ক পড়তে বাধ্য করার জন্য ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়েছে এবং তারা নিয়মিত টহল দিচ্ছেন। তার পরেও জনসাধারণকে সচেতন হতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments