নির্জনে গান গাই – কামাল খাঁ
সবার মতো মানুষ আমি নই
আমি কেবল দেখেই অবাক হই
মনের ভেতর নানান কথা কই
সময় পেলে একটু পড়ি বই
তখন হরেক ঘ্রাণের কাছে রই
বর্ণগুলো ফুটে আলোর খই!
উঠোন থেকে পথে তখন যাই
পাখির ডাকের সাড়া আমি পাই
আর দাঁড়ানোর সময় আমার নাই
সবুজ এ-মাঠ ডাকে আমায় ভাই
মাঠের ডাকে নির্জনে খুব তাই
একলা বসেই গুনগুনিয়ে গাই।