হাজার মনের কাছে
আসাদজামান
দীঘির জলে হংস ভাসে এমন দেশ কি আছে?
এই কথাটা প্রশ্ন রাখি হাজার মনের কাছে।
জল থৈ থৈ খালে বিলে, মাছের আনাগোনা
ঋতুর শেষে বাড়ে সে মাছ,বর্ষাকালের পোনা।
বকের সারি উড়ে উড়ে নীল আকাশের গায়
পাখাতে লুকিয়ে কাঙ্খা, অমন বৈঠা বায়!
সন্ধ্যা হলে ঝাঁকে ঝাঁকে গাঙশালিকের দল
নীড়ে ফেরে সাঙ্গ করে আহার খোঁজার ছল।
কাঁচাহলুদ সরিষা ফুল ক্ষেতের ধারে দোলে
মেলে কি আর এমন সুখ, তুলতুলে মখমলে?
বাড়ির পাশে বাড়ি যেথা, গাঁয়ের পাশে গাঁ
টিটকে পুঁটি ঠোঁটে ধরে, কানাবগির ছা।
শীতের সকাল খেজুর রসে আনন্দে মন নাচে
গোলাপফুলও হার মানে শিশুর হাসির কাছে!
দীঘির জলে হংস ভাসে এমন দেশ কি আছে?
এই কথাটা প্রশ্ন রাখি হাজার মনের কাছে।
১৭.০১.২০২২