চুমুর দামে দুঃখ কিনে নেবো
বেনজির শিকদার
একদিন আকাশ বাণী হবে
পাঁজরে পাঁজর ঘষে আগুন জ্বালবো
নিঃশ্বাসের মিছিলে ঝড় উঠবে।
প্রেমের উনুনে পুড়ে
একদিন ভুলে যাবো সভ্য কিংবা সভ্যতার মাঝে
কায়দা করে শেখা নাগরিক বুলি আর ভদ্রতা।
একদিন হৃৎপিণ্ড বেঁচে দেবো ভালোবাসার দামে
আমাদের একটি সংসার হবে, কবিতার মেলবন্ধনের সংসার।
হোমার, সুরদাস, রাফতার এর মতো চাক্ষুস না দেখেও
তোমার সৌন্দর্য নিয়ে একদিন বাজি ধরবো,
অতঃপর হেটে যাবো শত-সহস্র আলোকবর্ষ পথ।
ভরা বর্ষা কিংবা শীত
একদিন বৃষ্টি কলি নামবে তাবৎ পৃথিবী জুড়ে,
বিস্ময়ে আলিঙ্গন করবো হৃদয়ে উদ্গীরিত হওয়া মরুঝড়।
মরা গাঙে ঘূর্ণি খেলে কটাল স্রোত কিংবা
ভালোবাসা ক্লান্ত হয়ে ফিরে এলে,
কথা দিচ্ছি, একদিন চুমুর দামে দুঃখ কিনে নেবো।