Homeগুরুত্বপূর্ণনাটোরে জলি ও বাগাতিপাড়ায় লেলিন মেয়র নির্বাচিত

নাটোরে জলি ও বাগাতিপাড়ায় লেলিন মেয়র নির্বাচিত

নাটোর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উমা চৌধুরী জলি ও বাগাতিপাড়া পৌরসভায় স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী শরিফুল ইসলাম লেলিন বেসরকারীভাবে মেয়র নির্বাচিত

নাটোর
নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উমা চৌধুরী জলি ও বাগাতিপাড়া পৌরসভায় স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী শরিফুল ইসলাম লেলিন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন । রবিবার ইভিএম পদ্ধতিতে নির্বাচন শেষে সন্ধ্যা ৭ টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহম্মদ আছলাম বেসরকারীভাবে এই ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী নাটোর পৌরসভায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উমা চৌধুরী জলি (নৌকা মার্কা) পেয়েছেন ২০৫৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (সাবেক মেয়র ও নাটোর পৌর বিএনপির সদ্য বহিস্কৃত সভাপতি) আলহাজ্ব এমদাদুল হক আল মামুন নারিকেল গাছ প্রতীকে নিয়ে পেয়েছেন ১৩৭৮১ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) সাজেদুল আলম খান চৌধুরী মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৩০৯৬ ভোট। ৬৪ হাজার ২৩৪ জন ভোটারের এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অপরদিকে দীর্ঘ ১৬ বছর পর বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম লেলিন (বিএনপি স্বতন্ত্র প্রার্থী) জগ মার্কা নিয়ে পেয়েছেন ২২৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মায়মুন ইসলাম( আওয়ামী লীগ বিদ্রোহী) নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২১৮৮ ভোট। আওয়মীলীগ মনোনিত প্রার্থী শাহিদা খাতুন (নৌকা প্রতিকে) পেয়েছেন ১৬৩৭ ভোট। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৫৮৫জন। এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments