Homeজেলাজুড়েনাটোরে বৈদ্যুতিক খুঁটি বসাতে পানির লাইন ফাটালো নেসকো, খামখেয়ালি কান্ডে জনদুর্ভোগ

নাটোরে বৈদ্যুতিক খুঁটি বসাতে পানির লাইন ফাটালো নেসকো, খামখেয়ালি কান্ডে জনদুর্ভোগ

নাটোরে বৈদ্যুতিক খুঁটি বসাতে গিয়ে পানির লাইন ফাঠালো নেসকো, খামখেয়ালি কান্ডে জনদুর্ভোগ

নাটোর নিউজ:
নাটোরে নেসকোর খামখেয়ালি পূর্ণ কার্যক্রমে দুর্ভোগ পোহাতে হচ্ছে নাটোর পৌরসভার উপরবাজার এলাকার মানুষ সহ ওই পথে চলাচলকারী সকলের। অপচয় হচ্ছে সপ্লাইয়ের পানি। সাপ্লাইয়ের পানির লাইন ফেটে দুষীত হচ্ছে খাবার পানি। দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন স্হানীয়রা।

সরোজমিনে উপস্থিত হয়ে দেখা গেছে উপর বাজার মোড়ের পাশে গতকাল দুপুরে বসানো একটি বৈদ্যুতিক খুঁটির গোড়া দিয়ে অঝোরে পানি বের হচ্ছে। কাঁদা পানির স্রোত বইছে রাস্তা জুড়ে। তৈরি হচ্ছে যানজট কখনো-সখনো। রাস্তায় চলাচলকারীদের পড়তে যাচ্ছে দূর্ভোগে। এছাড়া নিরবচ্ছিন্নভাবে পানি বের হয়ে যাওয়ায় বিভিন্ন বাসাবাড়িতে পানি পাচ্ছেন না স্থানীয়রা। সর্বোপরি অপচয় হচ্ছে পানির।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, গতকাল যখন শ্রমিকরা ওই বৈদ্যুতিক খুঁটি বসা ছিল তখনই পানির লাইনের পাইপ টি ফেটে যায়। নেসকোর ওই কন্টাকটার কে বলার পরেও তারা সেটি সারাই করেনি। পৌর কর্তৃপক্ষকে বলার পরে জায়গাটি পরিদর্শন করা হয়েছে কিন্তু সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পৌর কর্মচারী জানান, বর্তমান মেয়র ও কাউন্সিলরদের কাজকে প্রশ্নবিদ্ধ করবার জন্য নেসকোর কিছু কর্মকর্তা-কর্মচারী সুপরিকল্পিতভাবে পৌরসভার সঙ্গে সমন্বয় না করে রাস্তাঘাট ভাঙচুর ও বৈদ্যুতিক নির্মাণকাজ সম্পন্ন করছে এতে করে বিভিন্ন সময়ে এই ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। আমরা দ্রুত ওই সংস্কার কাজটি চালাবো। তবে বৈদ্যুতিক খুঁটি ওই খানে ঐ অবস্থায় রেখে আদৌ পানির লাইন সারানো সম্ভব কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।

তবে সমস্যা সমাধানের বিষয়ে নেসকোর কোন উদ্যোগে চোখে পড়েনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments