স্টাফ রিপোর্টার,নাটোর: নাটোরে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা হয়েছে।
৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের ভবানীগঞ্জ এলাকার সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে এই মেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শামিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জোবায়ের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার প্রমূখ।
সারা দেশে চারদিনব্যাপী এই মেলায় নাটোরে মোট ১৮ টি স্টল অংশগ্রহণ করেছে। প্রতিদিন এই মেলা চলবে বিকেল ৩টা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলা বাস্তবায়ন করছে সংস্কৃতি মন্ত্রণালয়। বইমেলা উপলক্ষে প্রতিদিন শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা প্রশাসন।