নাটোর নিউজ: নাটোরে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার (এইচআরডি) সদস্যদের ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)’র সহায়তায় ও এইচআরডির আয়োজন শহরের বড় হরিশপুর এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
আইপি ফেলো কালিদাস রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া, বাংলাদেশ হিন্দু মহাজোট নাটোর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ভাস্কর বাগচী, ডাসকো ফাউন্ডেশনের ট্রেনিং অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার বিজয় কেরকেটা, আদিবাসী যুব পরিষদ জেলা শাখার সহ সভাপতি হেমন্ত পাহান, এইচআরডি সদস্য সুজল পাহান, মমতা পাহান, শীলা পাহান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, এইচআরডিদের মানবাধিকার, প্রযুক্তি, প্রচলিত আইন, সৃজনশীল কাজে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। ফৌজদারি আইন ও জমিজমা সংক্রান্ত জ্ঞান না থাকার কারণে আইপি জনগোষ্ঠীর লোকজন নানাভাবে ক্ষতিগ্রস্ত গ্রস্থ হয়। প্রত্যেকের ভিতর নিহিত অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের অনেকদুর এগিয়ে নিতে হবে।