Homeজেলাজুড়েনাটোরে মাছসহ ট্রাক লুটের ঘটনায় একজনের রিম্যান্ড মঞ্জুর

নাটোরে মাছসহ ট্রাক লুটের ঘটনায় একজনের রিম্যান্ড মঞ্জুর

নাটোর নিউজ বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে মাছসহ ট্রাক লুটের ঘটনায় শফিকুল ইসলাম নামে এক ট্রাক মালিকের তিনদিনের রিম্যান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রোববার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই রিম্যান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানা যায়, গত ১৩ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে মাছ ব্যবসায়ী আব্দুর রাকিবের ম্যানেজার আব্দুর রহমান রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন কাপ জাতীয় প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকার মাছ নিয়ে ভাড়া করা ট্রাকযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
পথে রাত ৯টার দিকে ট্রাকটি নাটোরের বড়াইগ্রামের রাথুরিয়া নামক স্থানে পৌঁছালে মোটর সাইকেল যোগে দুজন ট্রাকের গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে ড্রাইভার ও ম্যানেজার আব্দুর রহমানকে বেধে ফেলে। তারপর তাদের সড়কের পাশে ফেলে ট্রাকটি নিয়ে চলে যায়।

এঘটনায় মাছ ব্যবসায়ী পরেরদিন মামলা দায়ের করে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৫ ডিসেম্বর রাজশাহীর দূর্গাপুরের বিভিন্ন স্থান থেকে ট্রাকমালিক শফিকুল ইসলাম, তার সহযোগি রোহান, মাসুদ মন্ডল ও নুর ইসলামকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। পুলিশি তদন্তে জানা গেছে ট্রাক ভাড়া নেবার পর ট্রাক মালিকের পরিকল্পনায় মাছভর্তি ট্রাকটি ছিনতাই করা হয়েছিল।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments