অন্যদিনের মতো নই মোটে আজ এই উজ্জ্বল দিনে
যাত্রী হয়েছি শিশিরসোহাগে বিজয়ের নহরনৌকোয়
আপাতনোঙর করেছে বন্দরে বাসনার বর্ণিল জ্যোতির্ময় জাহাজ।
বিষাদের বস্তি ভেঙে নেচে ওঠেছে রোদেলারক্তকণা
সুপ্ত অগ্নিগিরি জেগেছে তুমুল কম্পনে অযুত অন্দরে
একফোঁটা স্বস্তির আগুন জ্বলে আজ বল্গাহীনভারে ন্যুব্জ মৃত্তিকায়।
বিজয়ের তেতাল্লিশতম হেমন্তের এই সফেদ রাতে
জন্মের বীজগাণিতিক সূত্রে যোগ হলও এক কাঙ্ক্ষিত বিয়োগ
মুছে গেল মায়ের ললাটের এক নিকষকালো অন্ধকার ক্ষত।
অন্যসব ক্ষতে ফের আজ দগদগে জ্বলছে নিশ্বাস।
রচনাকালঃ ১২-১২-২০১৩।
রাত ১০-১৫ মি ।