স্টাফ রিপোর্টার, নাটোর:জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে নাটোর আধুনিক সদও হাসপাতালে ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রংএর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংএর ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান।
এ সময় সদর হাসপাতালের এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এবারের ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৬৪৭২ জন শিশুকে নীল রংএর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২২৬৪৪২ জন শিশুকে লাল রংএর ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৫২ টি ইউনিয়নে মোট ২২৮৭ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। সবগুলো কেন্দ্রে একযোগে এই ক্যাপসুল খাওয়ানো হবে।