নাটোরে ২ লাখ ৫৩ হাজার শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
স্টাফ রিপোর্টার,নাটোর নিউজ: নাটোরে এবারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে প্রায় ২ লাখ ৫৩ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন নাটোরের সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নাটোরে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এসব কথা বলেন তিনি। আজ বুধবার বিকেলে নাটোরের সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভিটামিন এ প্লাস ক্যাপসুলের উপকারিতা এবং ওরিয়েন্টেশন কর্মশালায় ভিটামিন এ ‘র অভাবে ক্ষতিকর দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাঃ রাসেল আহম্মেদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী,সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক রনেন রায়,সিনিয়র সাংবাদিক নবীউর রহমান পিপলু। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের জেলা প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এবারের ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৬৪৭২ জন শিশুকে নীল রংএর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২২৬৪৪২ জন শিশুকে লাল রংএর ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৫২ টি ইউনিয়নে মোট ২২৮৭ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। সবগুলো কেন্দ্রে একযোগে এই ক্যাপসুল খাওয়ানো হবে।