Homeসাহিত্যবিষ্ময়ের কয়েকটি পঙক্তি - দীপক মান্না'র কবিতা

বিষ্ময়ের কয়েকটি পঙক্তি – দীপক মান্না’র কবিতা

বিষ্ময়ের কয়েকটি পঙক্তি / দীপক মান্না

ভুল ছকে ক্রমশ মেলে ধরছো আপন অস্তিত্ব;
যে সরোবরে ভেসে চলার কথা পানকৌড়ির
সেখানে অবলীলায় সাঁতার কাটে বিষাক্ত সাপ;
যে জমিতে দুলে ওঠে কাশফুল,
সেখানে গড়ে উঠছে পার্থেনিয়াম সভ্যতা।

কথা ছিল…
পেঁজা তুলোর নীলাকাশে ভেসে বেড়ানোর ;
ছোট ছোট শিশির বিন্দুর মুক্ত হয়ে ওঠার
কিংবা, রাত্রির শরীরে জ্যোৎস্নার ছিটে লাগার;

হয়নি সে সব, হয়ও না বোধহয় ;

অথচ, গোপন হাত কত সহজে বাড়িয়ে দেয় কাঠ, জ্বলন্ত জীবনের হেঁসেলে।
পুড়ে মরে স্বপ্ন;
বুক
পেট
মস্তিষ্ক ;

এমন কিস্কিন্ধ্যায় কোনোদিন কী আসবে ভোর!
ফুটবে কী সভ্যতার সফেদ পদ্ম!
হাজার রঙিন পতাকা
বদলে দেবে কী রক্তের রঙ!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments