আসাদজামানের দু’টি কবিতা
ভীষণ মুশকিল
আমায় একটা ট্রাঙ্ক দাও, তুলে রাখি শোক
আমায় একটা ট্যাঙ্ক দাও ছুঁড়ে দেই প্রতিশোধ।
আমায় একটা শরীর দাও রক্ত জমিয়ে রাখি
চাই না কোন শুকনো রুমাল মোছার জন্য আঁখি।
আমায় একটু শক্তি দাও, ধৈর্য্য ধরে থাকার
একটু আমায় আশা দাও, সত্য পথে বাঁচার।
আমায় একটু সাহস দাও ছুঁড়বো একটা ঢিল
সহজভাবে বাঁচা এখন ভীষণ মুশকিল।
আমায় একটা ট্রাঙ্ক দাও, তুলে রাখি শোক
আমায় একটা ট্যাঙ্ক দাও ছুঁড়ে দেই প্রতিশোধ।
২০.০৫.২০২১
মৃত্যু মৃত্যু বাঁচা
দ্যাখোতো, চিনতে পারো কিনা!
একি ভালোবাসা নাকি ঘৃণা?
হেয়ালি ছলে ছুঁড়ছে বালক ঢিল
ও কি বুঝেনা ? নাকি বেআক্কেল!
দুর্জয় প্রতিবাদে ঠাসা
এর নাম ভালোবাসা।
দেশপ্রেম নিয়ে বুকে বাঁচতে চেয়েছে সুখে
মৃত্যু ভালো, বাঁচার চেয়ে ধুঁকে ধুঁকে।
১৯.০৫.২০২১