Homeজেলাজুড়েলালপুরে নৌকা প্রার্থী সমর্থকদের ভোট কেটে নেওয়ার চেষ্টা, ৬৯ ভোট বাতিল

লালপুরে নৌকা প্রার্থী সমর্থকদের ভোট কেটে নেওয়ার চেষ্টা, ৬৯ ভোট বাতিল

লালপুরে নৌকা প্রার্থী সমর্থকদের ভোট কেটে নেওয়ার চেষ্টা, ৬৯টি অবৈধ ভোট বাতিল
নাটোর:
নাটোরের লালপুরে নৌকার প্রার্থীর সমর্থকেরা জোরপূর্বক ভোট কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬৯টি অবৈধ ভোট বাতিল করেছে প্রশাসন। আজ রোববার দুপুরে উপজেলার গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহীন উদ্দিন জানান, আজ দুপুরে নৌকার প্রার্থী আমিনুল ইসলাম জয়ের সঙ্গে তাঁর সমর্থকেরা ভোটকেন্দ্রের ৪ নম্বর কক্ষে প্রবেশ করেন। কোনো কিছু বোঝার আগেই সিল ও স্বাক্ষরবিহীন ব্যালট পেপারে জোরপূর্বক ভোট কেটে নিয়ে বাক্সে ঢোকানোর চেষ্টা করেন তাঁরা। আমার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমানসহ প্রশাসনের লোকজন কেন্দ্রে আসলে তাঁরা পালিয়ে যান।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী জানান, ব্যালট পেপারে সিল ও স্বাক্ষর না থাকায় ৬৯টি ভোট বাতিল করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, নৌকার সমর্থকেরা জোরপূর্বক ভোট কেটে নেওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশ তৎপর হলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার যায়নি।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments