ভোরের সূর্য
আসাদজামান
মানুষগুলো ক্রমে বানচোত হয়ে যাচ্ছে
পৃথিবীটা শুয়োরের খোয়াড়।
কোথায় জঙ্গল খুঁজতে যাবো? মনের
ভেতরে লুকানো গাছপালার ফাঁকে
প্রতিনিয়ত আটকে যায় ভোরের সূর্য।
আঁধারের কাছে নিত্য হারিয়ে ভোর
চিন্তায় বিষন্ন থাকে ভাবনার করিডোর
সত্য পুঁজি করে বাঁচার দিন শেষ হয়ে
আসছে। অবিশ্বাসের বিষবাষ্পে ধোঁয়ার
মত ঊর্ধ্বে উঠে যাচ্ছে সত্যের যত নির্যাস।
মৌমাছির মত পাখনার ওড়াউড়ি দেখতে
দেখতে হারিয়ে যাচ্ছি আমরা সভ্যতার
চোরাবালি পথে।
আজকাল এসব ভাবনা তেমন একটা
ভাবায় না। আফসোস —
ভাগাড়েও মিলছে না মানুষ,জন্তুজানোয়ার!
মানুষগুলো ক্রমে বানচোত হয়ে যাচ্ছে,
পৃথিবীটা শুয়োরের খোয়াড়।
২৫.১১.২০২১