গল্পকথা – আব্দুল্লাহ আল ইমরান
তুমি বললে আসি,
খুব গোপনে তোমায় প্রিয়
ভীষণ ভালোবাসি!
আমার তখন বিষন্ন দিন
এক পৃথিবী বলার বাকি
অনেক বলার আকুলতায়
শামুক হয়ে গুটিয়ে থাকি!
বললে শেষে যাই,
যাবার আগে হাত বাড়িয়ে
তোমায় ছুঁতে চাই!
আমি শুধু তাকিয়ে থাকি,
ডাহুক চোখে হাজার কথা,
কেউ বোঝেনি, তুমিও না
জমতে থাকা নীরবতা!
আসবে বলেও যে আসেনি
দেয়নি ছুঁয়ে শীতল হৃদয়,
পদচিহ্ন যায় কি পাওয়া
তার এভাবে চলে যাওয়ায়?
ইমরানের গল্পকথা