পাথর পাখি
সালেহীন বিপ্লব
কটা গল্প শোনাব রাতের
যে রাতে ঝিঁ ঝিঁ পোকার বদলে
জেনারেটরের শব্দ চুরি করে স্বপ্নের কবিতাকে।
ল্যাম্পপোষ্টের নিয়োন আলো
অথবা সু-উচ্চ টাওয়ারের সতর্ক বার্তা সিঁদ কাটে
জোনাক আলোর।
একটা চাদর দেব তোমাকে
যার বুননে বুননে ওম আদর
শীতের সাঁঝে জড়াবো তোমার শরীর
জানি বসন্ত এলেই খুলে ফেলবে
তবু প্রতিক্ষায় থাকবে শীতের!