বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বনপাড়াস্থ কেন্দ্রীয় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ মিয়া ১৭ জনের নির্বাচিত কার্য্যকরী কমিটির নাম ঘোষণা করেন।
নির্বাচিতরা হলেন, সভাপতি অমর ডি কস্তা (দৈনিক আমাদের সময় ও বাংলাদেশ টুডে), সহ-সভাপতি আবু সাইদ (দৈনিক সোনার দেশ) ও আব্দুল আলীম (দৈনিক খবর), সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী (পল্লী টিভি/দৈনিক সিনসা), যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ (কেটিভি/দৈনিক তরুণ কন্ঠ) ও সুরুজ আলী ( দৈনিক আমাদের নতুন সময়), সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ (বড়াল কন্ঠ/দৈনিক প্রান্তজন), দপ্তর সম্পাদক মুজাহিদ হোসেন (দৈনিক মাতৃজগত), অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর কবির (তরুণ টিভি/ দৈনিক সন্ধ্যাবাণী), তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহিদ আলী (দৈনিক ঢাকা প্রতিদিন/আওয়ার নিউজ২৪), নারী উন্নয়ন সম্পাদক পারুল আক্তার (দৈনিক সকাল বেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোতালেব হোসেন (দৈনিক বাংলাদেশ বুলেটিন/দৈনিক জনবাণী), কার্য্যকরী নির্বাহী সদস্য জালাল উদ্দিন (দৈনিক মানবকন্ঠ), ইসা হামমাম তুহিন (দৈনিক বাংলার সকাল), আজাদুল বারী (দৈনিক রূপালী দেশ), মোসলেম উদ্দিন (বায়ান্ন টিভি), করিম মৃধা (দৈনিক মুক্তি)। বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেন নির্বাচন পর্যবেক্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা শাজাহান পাঠান, রেজাউল করিম ও কাজী ইউসুফ আবদুল্লাহ। সন্ধ্যায় প্রেসক্লাবে উপস্থিত হয়ে নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা, বনপাড়া হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।