Homeসাহিত্যকবি দেবাশীষ সরকার এর কবিতা মুক্তি

কবি দেবাশীষ সরকার এর কবিতা মুক্তি

মুক্তি
দেবাশীষ সরকার
শুকনো খটখটে নদীর কি এক ফোটা বৃস্টির জল আশা করতেও দোষ ! তলাটাও যার শুকিয়েছে বহুকাল হয়! ওখানে এখন নিয়ম করে আসে জল, বছরে ২-১ মাস, ব্যাঙাচিরাও বাঁচে না, পুড়ে যায় আগুনের তাপে। কঠিন শব্দের পাশে কিছু কিছু ধ্বনি- বর্ণরা কাঁদে, সহজ আবেগ আবেশে।
কতো অস্ত্র জমা দিচ্ছে কতো জনে! তবু অবুঝ শিশুর গলা কেটে যায় হিংসার আগুনে, রঙের রঙ গন্ধ ব্যাবহার হয় আতঙ্কের উন্নয়নে। সময়ের বহমানতায় উলুবনে স্থান হয় কবিতা অথবা কবির।
রোদেলা বনগ্রামে গড়ে মন, গড়ে মানুষ, চাষ হয় সবুজের, ওরা বন্দি বিহঙ্গ উড়ায় মুক্ত বাতাসে আকাশে। মেঠো পথ, জেলের জাল, কৃষকের খেত, কামারের হাতুড়ি আজ বড় অসহায় ওরাও এখানে মুক্তি চায়…..মুক্ত বাতাসে…
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments