হেমন্তের শৈশবে পূর্ণিমার চাঁদ
রেজাউল করিম খান
হেমন্তের শৈশবে পূর্ণিমার রাত ছিল সেদিন
প্লাবিত জ্যোৎস্নার শরীরে ছিল রেশমী কুয়াশা
মায়াবী মুহূর্ত অগণন তারকারাজ্যে ভাসমান
শীতাতপ বাতাসে চুলের স্পর্শ মৃদু শিহরণ
বুকের ভেতর ভালোবাসা তীব্র নিঃম্বাসে
তুমিও ছিলে সেদিন-
চোখে-মুখে ছিল আবেগের উঞ্চ অহঙ্কার।