তেলবাজী
ইসাহাক আলী
তেলবাজদের তেলেসমাতি চলছে দেশজুড়ে
নামের মানুষ দুনিয়াজোড়া মন পেলাম না ঘুরে,
সত্য বলার কেউ নেই ভাই সবই যেন মেকি
কথার বেলায় আকাশ সম কাজের বেলায় ফাঁকি।
ভেতরে সব কয়লা কালো, বাইরে যেন সোনা
সুদের টাকায় সংসার চলে মুখে নীতির ফেনা
হজ্জ করে ভাই সেই টাকাতেই ফলায় মুসুল্লিপনা।
কামলা থেকে আমলা পাড়া
সব জায়গাতেই আছেন তারা,
তেলবাজিতের স্বর্ণচূড়া
নেতাদেরকেও মাতান তারা,
স্বার্থ আদায় করতেই হবে হোক তা ধান্দাবাজি।
তেল লাগে ভাই গাড়ি চলতে,
প্লেন কিংবা ট্রেনে,
রান্না করতে তেল লাগে ভাই
সবাই তা জানে।
তেলবাজরা সুযোগ বুঝে
কুটকৌশল মনে গুজে,
আপন থাকে সেজে
স্বার্থ সিদ্ধ করে তারা তেলবাজীতে মজে।