কাটাকাটি
এম আসলাম লিটন
ফসল কাটে পামরিপোকা,
তেলাপোকায় জুতা
পলুপোকা লালায় লালায় কাটে রেশম সুতা।
কাটে সময় ঘড়ির কাটায়, সময় গেল চুরি
উষ্কে দিলে কণ্ঠ কাটে গুপ্তঘাতক ছুরি।
সূর্য গেলে পাটে; কানাগলির ঘাটে
ফসল কেটে সোনার তরি বৈঠাতে ঢেউ কাটে
বিপন্ন বিভ্রাটে; অন্ধকারের হাটে
গহীন কালোয় ঘুনপোকাতে
কুটকুটিয়ে কাটে!
আসুক ধেয়ে দাঁতাল কুমির-
কাটতে থাকুক খাল
কাটতে কাটতে ফুটুক না ফুল-
রক্তরাঙা লাল!