অসহায়ত্ব
দেবব্রত সরকার
মরে গিয়েও দাঁড়িয়ে থাকতে হয়
অসয্য অসহায়ত্ব আমার।
সেই কবেই মরে গেছি,
তবুও ঘুরছি, কেবলি ঘুরছি।
এখানে আর বেঁচে থাকতে নেই,
বাঁচার মানে অন্য কিছু।
অন্য কোথাও, কোথায়?
নিরউত্তর পৃথিবী ভোগের লালসায় মত্ব।
কি নিদারুণ করুন অসহায়ত্ব।