কবি দেবাশীষ সরকার এর ‘ বেসুরা বিসাদ ‘
বেসুরা বিষাদ
দেবাশীষ সরকার
আমার সুখগুলোকে ছিড়ে খেতে চাও তবে স্বপ্নিল সাজে আকন্ঠ তৃষ্ণা নিয়ে এসো। আজন্ম দুঃখ আর বিষাদে ছেয়ে থাকা আমার নীলকন্ঠ হৃদয় শিহরিত হবে নতুন সমর্পনে। পরিপাটি অবয়ব কতশত সফেদ আকর্ষণে নিষিদ্ধ উল্লাসে আর মায়ার বাঁধনে এখানেই থমকে আছি অনন্তকাল ধরে।
দেয়ালে টাঙানো মানচিত্রের ঘ্রাণ বিমর্ষ মুঠোয় পুরে বেড়িয়ে পরতে চাই এই বেলায়, জীবন্ত জোড়াতালি দেওয়া রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাবো চাঁদে-মঙ্গলে অথবা অশরীরি স্বর্গে। সদ্যস্নাত ভায়োলিনের বুকে কান পেতে শুনব না একসাথে ঝুলে মরে যাওয়া প্রেমময় হৃদয়ের কথা, শুনব না আজকে যারা আহুতি দিলো মেঘাচ্ছন্ন ক্ষমতালোভীর অনলে। নিমগাছের ছায়ায়, ঝাউগাছের ভিড়ে, ঝিনুক ছড়ানো তটে, ধুলি জড়ানো আকন্দ পাতায় ছাওয়া মেঠো পথে, ধোঁয়া উঠা চায়ের কাপে আর অশ্রু ভেজাবো না চোখে।
হয় জ্বলে উঠবো মরন কামড় দিতে, নয়তো হারিয়ে যাবো কালের অতলে…… ]