কবি মোহাম্মদ সেলিম এর ‘ অমিত্রা ‘
অমিত্রা
মোহাম্মদ সেলিম
কাঁচের আঁধার গলে
ওপারে কি হয় অমিত্রা?
গতকাল স্বপ্নে বুনোমহিষ,
বনমোরগ দাঁড়িয়ে ছিল একসাথে।
আমিতো ভয়ে ছেড়ে দিয়েছি
তোমার হাত। অমিত্রা!
লম্বা আঁধার চকচকে চাকুর মত
ফিনকি তুলে রক্তের
ভয় পাই আমি
ভুলে যাই প্রেম।
ওপারে কি হয়? অমিত্রা!