কবি সুজিত ঘোষ এর ‘ ক্ষুধা ‘
ক্ষুধা
সুজিত ঘোষ
বিত্তবানদের কাছে বন্দি দরিদ্র মানুষের জানমাল
ক্ষুধার কাছে বন্দি শরীর জলের কাছে মন
দরিদ্রতায় বন্দি জীবন দুর্যোগের কাছে,
চাই না ফিরে বিত্তবানরা দেখে তামাশা।
সুন্দর এই পৃথিবীতে নিষ্ঠুরতার সীমা নাই
দেশ বন্দি সমাজ বন্দি, বন্দি পৃথিবীর মানুষ
লুঠছে সব লুটেরা শোষণ করছে দুষ্কৃতী কারীরা
অনাহারে অর্ধাহারে ক্ষুধার জ্বালায় মরছে দরিদ্ররা।
চালহীন চুলোহীন বস্তহীন নেই নীড়
সৃষ্টিকর্তার নীলায় দেখ মারছে প্রকৃতি
দরিদ্রতা নিয়ে খেলছে খেলা বিত্তবান আর সৃষ্টি কর্তা
ক্ষুধার জ্বালায় ঘুরছে দরিদ্ররা দেশ দেশান্তর।
পেটের ক্ষুধায় জলছে দারিদ্র জনগণ
টাকার ক্ষুধায় করছে কত অন্যায় দুষ্কৃতী কারীরা
ক্ষুধার নেই তো কোন শেষ এই ধরণীতে
ঐক্য বলে করতে হবে ক্ষুধার নিরসন।