নাটোর নিউজ সিংড়া: নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহমেদ। মঙ্গলবার (২৪ আগষ্ট) দুপুর ১টায় তিনি এ গ্রাম পরিদর্শন করেন। হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ কার্যালয়, ডিজিটাল হাব সেন্টার, কমিউনিটি সেন্টার, বিচার কক্ষ, পাঠাগারসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সামাজিক উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলেন। এর আগে তিনি তাজপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, সিংড়ার ইউএনও এম এম সামিরুল ইসলাম এবং চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. শামীম আহমেদ বলেন, আমি বিমহিত হয়েছি, এটা শুধু নাটোর জেলার জন্য না সারাদেশের জন্য দৃষ্টান্ত হতে পারে। বিগত ২০০ বছরের ইতিহাসে এ গ্রামে কোনো মামলা নাই। গ্রামের বিচার ব্যবস্থা, শতভাগ শিক্ষিতের হার, নির্বাচনের পদ্ধতি সবকিছু মিলে নাটোরের জন্য অহংকারের বিষয়। পরবর্তীতেও তারা এটা বজায় রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।