কবি খালেদা লিপি’র কবিতা সীমানা
সীমানা
খালেদা লিপি
চৈতি রাতের হঠাৎ হাওয়া
উড়িয়ে নিয়ে গেলো সুখের মুখোশ –
দখিনা জানালায় দাঁড়ানো আমি
ভেসে যাই চাঁদের আলোর বন্যায়,
ঝরে যেতে দিই ; সমস্ত জীবনের অপূর্ণতা, ক্লান্তি।
হৃৎপিণ্ডে চুপসে থাকা বিষাদ নিংড়ে ফেলে
প্রাণ ভরে শ্বাস নিই।
কতো রাত কেটেছে অনিদ্রায়
অথচ এভাবে ভাবা হয়নি কখনও।
দিগন্তের স্তিমিত সূর্য বরাবরই শূন্যতায় পৌঁছে দিতো।
চৈতি রাতের হঠাৎ হাওয়া
উড়িয়ে নিয়ে গেলো সুখের মুখোশ-
দখিনা জানালায় দাঁড়ানো আমি
ভেসে যাই চাঁদের আলোর বন্যায়,
সারাটি রাত দীপ্তি মনে, অনিত্য ধরণীতে
নিরুদ্দেশের পানে চেয়ে থাকা চোখ
নিজের ভেতর ফিরে এসেছে
আত্মার ভেতর আলো খুঁজতে।